মারা গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি

|

মারা গেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি। মিলানের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। সোমবার (১২ জুন) এ তথ্য প্রকাশ করেছে তার প্রেস অফিস। খবর সিএনএন এর।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন ৮৬ বছর বয়সী সিলভিও। ২ বছর আগে করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি ফুসফুস ও কিডনির বিভিন্ন রোগে আক্রান্ত হন। সেই থেকেই এই রাজনীতিকের শারীরিক অবস্থা বেশ নাজুক হয়ে পড়ে। গত শুক্রবারই তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থাতেই মৃত্যু হয় তার।

প্রসঙ্গত, ১৯৯৪ সালে প্রথমবারের মতো ইতালির প্রধানমন্ত্রী হন বার্লুসকোনি। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন এই ধনকুবের। এক সময় নিজেকে ‘রাজনীতির যিশু খ্রিষ্ট’ হিসেবে আখ্যা দেন। তবে রাজনীতি ছাড়ার পর তার বিরুদ্ধে যৌন হয়রানিসহ নানা অভিযোগ ওঠে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply