ভূমিকম্পে কেঁপে উঠলো দিল্লিসহ একাধিক এলাকা, আতঙ্কে স্থানীয়রা

|

ভারতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) রাজধানী দিল্লি ও জন্মু-কাশ্মিরের বেশকিছু স্থানে এ কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডের।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দেড়টায় ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। কম্পনের উৎসস্থল জম্মু-কাশ্মীরের ডোডা জেলার গান্ডো ভালেসা গ্রামে ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার গভীরে। একই সময় কম্পন অনুভূত হয় পঞ্জাব, চণ্ডীগড় ও হরিয়ানার একাধিক এলাকায়ও।

শ্রীনগরের স্থানীয় এক বাসিন্দা জানান, গত সপ্তাহেও কম্পন অনুভূত হয়েছে, তবে তার তীব্রতা এ ছিল না। আজকের কম্পন ছিল সত্যিই ভয়ানক। প্রচন্ড ঝাকুনিতে স্কুলের শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে। দোকানপাট থেকে দ্রুত বেরিয়ে আসে মানুষ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুধু ভারত নয়, এই কম্পন অনুভূত হয়েছে পাকিস্তান এবং চীনেও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply