পঞ্চগড়ে পর্যটন মোটেল নির্মাণ করা হবে: পর্যটন প্রতিমন্ত্রী

|

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পর্যটন মোটেল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পঞ্চগড়ে পর্যটন কেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় এলাকা। এখানকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা উল্লেখ করার মতো। এখানে চা বাগান ছাড়াও আছে মোহনীয় কাঞ্চনজঙ্ঘা পর্বত। যা দেখতে বিপুল সংখ্যক পর্যটক এখানে আসেন। ফলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখানে পাঁচ তারকা মানের রিসোর্ট তৈরি করবো। যাতে পর্যটকরা সুবিধা ভোগ করতে পারেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, জেলা পরিষদ চেয়ারম্যান হান্নান শেখ, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন প্রমুখ।

এএআর/





Leave a reply