ইনজুরিতে শেষ ব্রেসওয়েলের বিশ্বকাপ

|

ছবি: সংগৃহীত

আসন্ন ওয়ানডে বিশ্বকাপ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলের। পায়ের ইনজুরির কারণে প্রায় ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ৩২ বছর বয়সী ব্রেসওয়েল।

ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টে উস্টারশায়ার র‍্যাপিডসের হয়ে ব্যাটিংয়ের সময় এই চোট পান ব্রেসওয়েল। বৃহস্পতিবার (১৫ জুন) ইংল্যান্ডে অস্ত্রোপচার করাবেন তিনি। এরপর শুরু হবে পুর্নবাসন প্রক্রিয়া।

চোটের কারণে ব্রেসওয়েলের বিশ্বকাপে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন গ্যারি স্টিড। বিশ্বকাপের আগে ব্রেসওয়েলের চোট নিউজিল্যান্ডের জন্য বড় আঘাত। এর আগে উইলিয়ামসনও পড়েছেন ইনজুরিতে। আইপিএলে সর্বশেষ মৌসুমে গুজরাট টাইটানসের হয়ে নিজের প্রথম ম্যাচে ডান হাঁটুর লিগামেন্টে চোট পান উইলিয়ামসন। তারও বিশ্বকাপে না খেলার সম্ভাবনাই বেশি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply