ভেঙে ফেলা হয়েছে সরকারি কলেজের বাউন্ডারি দেয়াল, অনুমতি ছাড়াই বাণিজ্য মেলা

|

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বাণিজ্য মেলা আয়োজনের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। শুধু তাই নয় সরকারি প্রতিষ্ঠানের বাউন্ডারি দেয়াল ভেঙে নির্মাণ করা হয়েছে মেলার প্রধান ফটক। এমনকি স্টল তৈরি করে তা বিক্রির অভিযোগ উঠেছে। এটিকে অবৈধ বাণিজ্য মেলা উল্লেখ করে বন্ধের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসককে চিঠি দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার।

মেসার্স সাব্বির ট্রেডার্স নামে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের প্যাডে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠের একটি অংশ ব্যবহারের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী সুলতানা খাতুন। গত ২৩ মে কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু নিজেদের বিদ্যুৎ ব্যবহারের শর্তে মাঠ ব্যবহারের অনুমতি প্রদান করেন। এর প্রেক্ষিতে কলেজ মাঠের উত্তর-পশ্চিম কর্নারে স্টল নির্মাণ ও বিনোদনের জন্য বিভিন্ন রাইড স্থাপন শুরু করে। বর্তমানে এটি নির্মাণের প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এদিকে, মেলায় প্রবেশ পথের জন্য ভেঙে ফেলা হয়েছে কলেজের উত্তর দিকের বাউন্ডারি দেয়াল। সেখানে মেলার মূল ফটক নির্মাণ করা হয়েছে। তবে আয়োজকরা বলছেন, এটি বাণিজ্য মেলা নয়, নারী উদ্যোক্তা হস্ত কুটির শিল্প ও ঈদ বাজার।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অভিযোগ রয়েছে, আগেও চাঁপাইনবাবগঞ্জ শহরে বাণিজ্য মেলার নামে এ ধরনের আয়োজন করা হয়েছে। তবে এসব মেলায় বাণিজ্য মেলার কোনো ঐতিহ্য লক্ষ্য করা যায়নি। বিভিন্ন কোম্পানির নিম্নমানের পণ্য মাত্রাতিরিক্ত মুনাফায় বিক্রি করে ভোক্তা ও ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হয়। ঈদুল আজহা সামনে রেখে এই মেলার আয়োজন হলে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

মেলার আয়োজক সুলতানা খাতুন জানান, এটি বাণিজ্য মেলা নয়। আসন্ন ঈদ উপলক্ষে অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতার জন্য নারী উদ্যোক্তা হস্ত কুটির শিল্প ও ঈদ বাজার আয়োজন করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাসের সুপারিশ আছে। প্রিন্সিপাল কলেজের শহীদ মিনারের পেছন দিকের ফাঁকা মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছেন। জেলা প্রশাসকের কাছে মেলার অনুমতির জন্য আবেদন করা হয়েছে। সব নিয়ম মেনেই জেলার ঐতিহ্যবাহী পণ্য কাঁসা-পিতল, নকশি কাঁথা, আমের আচার, হস্ত ও কুটির শিল্প পণ্য বিক্রি ও শিশু-কিশোরদের বিনোদনের জন্য মেলার আয়োজন করেছি।

সরকারি প্রতিষ্ঠানের দেয়াল ভেঙে ফটক নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রিন্সিপাল স্যারের মৌখিক অনুমতি রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে মেলার আয়োজন করা যাবে না। এছাড়া ব্যক্তি উদ্যোগে এটি করা হচ্ছে। আর বাণিজ্য মেলা চেম্বার ছাড়া অন্য কেউ আয়োজন করতে পারবে না। এই বিষয়ে আমি ইতোমধ্যে চিঠি দিয়েছি, প্রশাসনের বিষয়টি দেখা উচিত।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুণ্ডু বলেন, স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের প্রেক্ষিতে কলেজের জায়গায় মেলার অনুমতি দেয়া হয়েছে।

প্রশাসনের অনুমতি আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, আয়োজকরা মেলার অনুমতি নেবে বলে জানিয়েছে। অনুমতির বিষয়টি আন্ডার প্রসেসিং বলে জানিয়েছে। আমি ছুটিতে ছিলাম। বাউন্ডারি দেয়াল ভাঙার বিষয়টি আমি জানতাম না। আমি আজকে দেখার পর তাদের প্রশ্ন করেছি। তবে এ বিষয়ে আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, আপনরা জানেন জেলায় এ ধরনের মেলার কোনো অনুমতি কখনো দেয়া হয়নি। এই নারী এর আগেও অনুমতি ছাড়াই মেলার আয়োজন করেছিলেন। জানার পর আমি তা ভেঙে ফেলি। সরকারি কলেজ মাঠে মেলার প্রস্তুতি চলছে কিনা আমার জানা নেই। কাউকে অনুমতিও দেয়া হয়নি। তবে একটা আবেদন আমরা পেয়েছি, নিয়ম অনুযায়ী সেটি পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। যেহেতু এটি কলেজের ভেতরে হচ্ছে, এ বিষয়ে প্রিন্সিপাল ভালো বলতে পারবেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply