বিস্ফোরণে বাঁধ ভেঙে যাওয়ায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইউক্রেনের খেরসনে। এখনও আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। তবে এরই মধ্যে এক অদ্ভুত দৃশ্য দেখলো এলাকাবাসী। ডুবে যাওয়া একটি বাড়ির টিনের চালের ওপর দাঁড়িয়ে বাদ্যযন্ত্র বাজাচ্ছে এক যুবক। নিমেষেই ভাইরাল হয়েছে এই দৃশ্য। খবর ইন্ডিপেনডেন্ট নিউজের।
মূলত, আন্দ্রি লেভিশচেঙ্কো নামে ওই যুবকের ভিডিও ধারণ করেন এক নারী। ভিডিওতে দেখা যাচ্ছে ডুবে যাওয়া একটি বাড়ির টিনের চালের ওপর উঠে স্যাক্সোফোনে ইউক্রেনের জাতীয় সংগীত বাজাচ্ছেন তিনি। এ সময় কাছেই একটি রাশিয়ান শেল পড়ার আওয়াজও শোনা যায়।
জানা গেছে, আন্দ্রি লেভিশচেঙ্কো একজন স্বেচ্ছাসেবক। দুর্যোগ কবলিত অঞ্চলটির বাসিন্দাদের আনন্দ দিতেই এ উদ্যোগ নেন তিনি। তার এ পদক্ষেপ প্রশংসিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
প্রসঙ্গত, গত সপ্তাহে নোভা কাখোভকা বাঁধ ভাঙার পরই বন্যার কবলে পড়ে অঞ্চলটি। গুরুত্বপূর্ণ বাঁধটি ধ্বংসের পর খেরসনের বিস্তীর্ণ জনপদ বন্যায় প্লাবিত হয়। চলমান যুদ্ধের মাঝে বন্যা পরিস্থিতিতে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়।
এসজেড/
Leave a reply