রাজশাহীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫

|

সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

রাজশাহী ব্যুরো:

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) বিকেলে নগরীর বুধপাড়া নজিরের মোড় এলাকায় কাউন্সিলর প্রার্থী আব্দুস সামাদ ও আলাউদ্দীনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এদের মধ্যে আব্দুস সামাদ হলেন স্থানীয় জামায়াত নেতা। তিনি ঘুড়ি মার্কা প্রতীকের কাউন্সিলর প্রার্থী এবং ঠেলাগাড়ি মার্কা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন মতিহার হলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানান, শুক্রবার মিছিল বের করে আব্দুস সামাদের সমর্থকরা। এক পর্যায়ে মিছিলটি অপর প্রার্থী আলাউদ্দীনের সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রার মুখোমুখি হয়। এ সময় সামাদের সমর্থকরা মোটরসাইকেল যাওয়ার জন্য পথ ছাড়তে রাজি না হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

সংঘর্ষে দুই পক্ষের পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই প্রার্থীই নগরীর বুধপাড়ার বাসিন্দা হওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply