এমবাপ্পে-জিরুর গোলে সহজ জয় পেলো ফ্রান্স

|

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ইউরো বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ‘বি’ গ্রুপের ম্যাচে জিব্রাল্টারের বিপক্ষে ৩-০ গোলের ব্যাবধানে জয় পেয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠ এস্তাদিও দো আলগারভে স্টেডিয়ামে ফ্রান্সকে আতিথ্য জানায় র‍্যাঙ্কিংয়ে ২০১ নম্বরে থাকা জিব্রাল্টার। স্বাগতিকদের ওপর শুরু থেকেই প্রবল চাপ বাড়িয়েছে ফ্রান্স। ম্যাচের তৃতীয় মিনিটে গোলও পেয়ে যায় দেশমের শিষ্যরা। ডান দিক থেকে কিংসলে কোমানের ক্রসে গোলমুখে হেডে বল জালে পাঠান জিরু। আন্তর্জাতিক ফুটবলে এসি মিলান স্ট্রাইকারের গোল সংখ্যা এখন ৫৪টি, যা ফ্রান্সের হয়ে সর্বোচ্চ।

ছবি: সংগৃহীত

৪৫ মিনিটে জিব্রাল্টারের ডিফেন্ডার রয় চিপোলিনার হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। নিখুঁত স্পট কিকে গোল ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি তারকা এমবাপ্পে। প্রথমার্ধের একপেশে লড়াইয়ে গোলের উদ্দেশ্যে ১৮টি শট নিয়ে ৭টি লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফরাসিরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধেও একই তালে চলতে থাকে খেলা। ম্যাচের ৭৮তম মিনিটে আত্মঘাতী গোলে ম্যাচ থেকে একরকম ছিঁটকে পড়ে জিব্রাল্টার। বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে ডান দিকে সতীর্থের উদ্দেশে পাস বাড়ান এমবাপ্পে, মাঝপথে ঠেকাতে গিয়ে জালে পাঠিয়ে দেন আইমেন।

শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পাঁচ দলের ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ফ্রান্স। সবগুলো ম্যাচ হেরে তলানিতে জিব্রাল্টার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply