সুদানে বিমান হামলায় ৫ শিশুসহ নিহত অন্তত ১৭

|

সুদানে বিমান হামলায় ৫ শিশুসহ কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) রাজধানী খার্তুমের জনবহুল এলাকায় চালানো হয় হামলা। এতে বিধ্বস্ত হয় ২৫টি ভবন। খবর বিবিসির।

সুদানের আধা-সামরিক বাহিনী আরএসএফকে সেনাপ্রধানের হুমকির একদিনের মাথায় চালানো হলো এ হামলা। জাতিসংঘ ও সৌদি আরবের মধ্যস্থতায় রোববার (১৮ জুন) নতুন করে ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মতি জানায় দু’পক্ষ।

সুদানে ক্ষমতার দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে দেশটির সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস-আরএসএফর মধ্যে, চলতি বছর এপ্রিলে যা গড়ায় প্রাণঘাতি সংঘাতে। গত তিন মাসে দফায় দফায় অস্ত্রবিরতি চুক্তি হলেও তা মানেনি কোনো পক্ষ।

পর্যবেক্ষক সংস্থাগুলোর ধারণা, চলমান সংঘাতে মৃতের সংখ্যা হাজারের ওপর। যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ লাখ। প্রতিবেশী দেশগুলোয় আশ্রয় নিয়েছে ৫ লাখের বেশি মানুষ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply