ভারতের সিকিমে ভয়াবহ বন্যা-ভূমিধসের জেরে আটকা পড়া প্রায় আড়াই হাজার পর্যটককে নিরাপদে সরিয়ে নেয়ার কাজ চলছে। এদের মধ্যে আছেন ২৩ জন বাংলাদেশিও। খবর এনডিটিভির।
শনিবার (১৭ জুন) সন্ধ্যা নাগাদ সরিয়ে নেয়া হয় বেশিরভাগ আটকে পড়াদের। রোববারও চলছে উদ্ধার অভিযান।
গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আকস্মিক বন্যা ও ভূমিধসে উত্তর সিকিমের মাঙ্গান জেলা থেকে চুংথাং পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়। এতেই আটকা পড়ে ৩৬ বিদেশিসহ প্রায় আড়াই হাজার পর্যটক।
বাংলাদেশি ছাড়াও বিদেশিদের ওই স্থানে আটকে পড়েছেন সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নাগরিকরাও। তাদের উদ্ধারে পাঠানো হয় ১৯টি বাস ও ৭০টি গাড়ি। পায়ে হেঁটে পার হওয়ার জন্য তৈরি করে দেয়া হয় দু’টি অস্থায়ী কাঠের ব্রিজ। রাজ্যটির মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তদারক করছেন উদ্ধারকাজ।
এসজেড/
Leave a reply