দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। অবিলম্বে সংসদ ভেঙে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন না করলে সরকার পতনের আন্দোলনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির আমির মুফতি রেজাউল করিম। বলেন, বরিশালে মেয়র প্রার্থীর ওপর হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ করা উচিত।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
রেজাউল করিম বলেন, বিগত ১৪ বছরে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ইসি ও প্রশাসন কেউ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। সংসদ বহাল রেখে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সরকারের অধীনে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন চাই।
সিইসির পদত্যাগের দাবিতে আগামী বুধবার (২১ জুন) নির্বাচন কমিশন অভিমূখে ইসলামী আন্দোলন গণমিছিল করবে বলে জানানো হয়।
/এমএন
Leave a reply