ইউক্রেনীয় সামরিক ঘাঁটি টার্গেট করে শক্তিশালী হামলা চালাচ্ছে রুশ সেনারা। শনিবার (১৭ জুন) শত্রুপক্ষের ২৩৫ সেনা প্রাণ হারিয়েছে, এমন দাবি মস্কো’র। খবর রয়টার্সের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার কিয়েভের সেনা প্রশিক্ষণ কেন্দ্রে নির্ভুল লক্ষ্যভেদ করেছে একগুচ্ছ মিসাইল। এছাড়া দোনেৎস্ক ও জাপোরিঝিয়ায় চালানো হামলায় হয়েছে বিপুল প্রাণহানি।
এদিকে, ইউক্রেনের বিরুদ্ধে আবারও ড্রোন হামলার অভিযোগ তুলেছে রাশিয়ার স্থানীয় প্রশাসন। তাদের দাবি, ব্রায়ানস্কে তেলের পাইপলাইন লক্ষ্য করে ড্রোন ছোড়া হয়। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়েছে নাশকতা।
অপরদিকে জেলেনস্কি প্রশাসনের বক্তব্য, খেরসনে দখলদার বাহিনীর অস্ত্র এবং গোলাবারুদের মজুদ ধ্বংস করেছে কিয়েভ বাহিনী। একে বড় অগ্রগতি হিসেবে আখ্যা দেয়া হয়েছে।
এটিএম/
Leave a reply