মার্কিন ভিসানীতি নিয়ে চীনের অবস্থানের বিষয়টি সরকারের পর্যবেক্ষণে: তথ্যমন্ত্রী

|

যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে চীনের অবস্থানের বিষয়টি সরকার পর্যবেক্ষণে রাখছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বললেন, চীন ও যুক্তরাষ্ট্র দুইটি দেশই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিল।

রোববার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, যুক্তরাষ্ট্র-চীনের দ্বিমুখী অবস্থান প্রকাশ্য। দুইটি দেশের সাথে বাংলাদেশের সুসম্পর্ক আছে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ড. হাছান মাহমুদ বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সরকারের প্রধান থাকবেন। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি তা যুক্তরাষ্ট্রও সমর্থন দেয়নি।

তথ্যমন্ত্রী অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply