ভারতের সিকিমে ভয়াবহ বন্যা-ভূমিধসে আটকা পড়া আড়াই হাজার পর্যটককে নিরাপদে সরাতে চলছে উদ্ধারকাজ। রয়েছেন ২৩ বাংলাদেশিও। খবর দ্য হিন্দুর।
বৃহস্পতিবার (১৫ জুন) থেকে বন্যা-ভূমিধস শুরু হয় সিকিমে। বন্ধ হয়ে যায় মাঙ্গান জেলা থেকে চুংথাং পর্যন্ত রাস্তা। আটকা পড়ে ৩৬ বিদেশিসহ প্রায় আড়াই হাজার পর্যটক। বাংলাদেশি ছাড়াও বিদেশিদের মধ্যে সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রের নাগরিকরা রয়েছেন। উদ্ধারকাজে ব্যস্ত ১৯টি বাস ও ৭০টি গাড়ি। রাজ্যের মুখ্যমন্ত্রী তদারকি করছেন পুরো কর্মযজ্ঞ।
দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দীর্ঘ সময় খাবার ও পানির অভাবে তাদের অনেকের অবস্থা বেশ নাজুক ছিল। অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। তাদের উদ্ধারের পর গরম খাবার, তাঁবু এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
এটিএম/
Leave a reply