দেশের শীর্ষ মাদক কারবারিদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

|

হাইকোর্ট।

দেশের শীর্ষ মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানাসহ তালিকা চেয়েছেন হাইকোর্ট। মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালককে এক মাসের মধ্যে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রোববার (১৮ জুন) এ আদেশ দেন। একইসঙ্গে মাদক ব্যবসার কারণে বছরে ৫ হাজার কোটি টাকা পাচার হওয়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে, গত মঙ্গলবার মাদক ব্যবসার কারণে বছরে ৫ হাজার কোটি টাকা পাচার হওয়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। গত ১১ জুন মাদক ব্যবসার কারণে কোটি কোটি টাকা পাচার হওয়ার বিষয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। পরে প্রতিবেদনগুলো সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply