চীনের শীর্ষ কূটনীতিকের সঙ্গে ব্লিনকেনের বৈঠক

|

চীনের শীর্ষ পররাষ্ট্র কর্মকর্তা ওয়াং ই’র সাথে বৈঠক করেছেন বেইজিং সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সোমবার চীনের পররাষ্ট্র বিষয়ক কমিশনের সাথে রুদ্ধদ্বার এই বৈঠক হয় ব্লিনকেনের। খবর এপির।

বেইজিংয়ের একটি সরকারি অতিথি ভবনে ব্লিঙ্কেনকে অভ্যর্থনা জানান চীনার কূটনীতিক। এ সময় দু’জন করমর্দন করেন। পরে নিজ নিজ প্রতিনিধিদল নিয়ে আলোচনার টেবিলে বসেন তারা। প্রায় ২ ঘণ্টা ধরে চলা এ বৈঠকে উঠে আসে চলমান নানা ইস্যু। এ নিয়ে গেল ৫ বছরের মধ্যে এই প্রথম কোনো শীর্ষ মার্কিন কূটনীতিকের চীন সফর।

কয়েক বছর ধরেই বাণিজ্য নীতি, তাইওয়ান-হংকংসহ নানা ইস্যুতে সম্পর্কে অবনতি হয়েছে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে। গেল ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়, যুক্তরাষ্ট্রের আকাশ রহস্যময় বেলুন ওড়ানোকে কেন্দ্র করে। ওয়াশিংটনের অভিযোগ, গুপ্তচরবৃত্তি চালানোর জন্য ওই বেলুনগুলো পাঠায় বেইজিং। যদিও সেই দাবি অস্বীকার করে আসছে চীন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply