ব্রাজিলে সাইক্লোনে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩, নিখোঁজ ২৫

|

ছবি: সংগৃহীত

ব্রাজিলে সাইক্লোনের পর সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জনে। এখনও নিখোঁজ ২৫ বাসিন্দা। দ্য গার্ডিয়ানের খবর।

ব্রাজিলের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর কারা। জলোচ্ছ্বাস ও বন্যায় প্লাবিত হয়েছে ৮ হাজার বাসিন্দার শহরটির ৮০ শতাংশ এলাকা।

রোববার (১৮ জুন) কারা থেকেই উদ্ধার হয় আরও দু’জনের মরদেহ। ধারণা করা হচ্ছে, সময়ের সাথে বাড়বে প্রাণহানির সংখ্যা। প্রতিবেশী শহর ত্রামেন্দাইও বেশ ক্ষতিগ্রস্ত। ঘণ্টায় ১০২ কিলোমিটার পর্যন্ত বইছে ঝড়ো হাওয়া। লণ্ডভণ্ড হয়ে গেছে এলাকাটির বেশিরভাগ ঘরবাড়ি ও স্থাপনা। গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। আটকা পড়েছেন ৪ হাজারের কাছাকাছি বাসিন্দা।

অঞ্চলগুলোয় গেলো ১৮ ঘণ্টায়, ২৪৬ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গেলো ফেব্রুয়ারিতে, সাও পাওলোয় হওয়া প্রলয়ংকারী বন্যায় প্রাণ হারায় ৬৫ জন।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply