বগুড়ায় বিএনপির তারুণ্যের সমাবেশে সামনে জায়গা নেয়াকে কেন্দ্র করে হাতাহাতি

|

বগুড়ায় তারুণ্যের সমাবেশে সামনে জায়গা নেয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে বিএনপির নেতাকর্মীদের মধ্যে। সমাবেশ শুরুর দিকে হাতাহাতির এ ঘটনা ঘটে। হাতাহাতির একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। পরে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

সোমবার (১৯ জুন) বিকেল ৪টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এর আগে দুপুর আড়াইটা থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশ স্থলে প্রবেশ করেন। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার প্রায় সব জেলা থেকে নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে তরুণ সমাবেশ করবে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। গত বুধবার চট্টগ্রাম বিভাগে সমাবেশ আয়োজনের মধ্য দিয়ে তারুণ্যের সমাবেশ শুরু হয় বিএনপির।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply