বর্ণবাদী আচরণের প্রতিবাদে প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধ বর্জন করলো নিউজিল্যান্ড (ভিডিও)

|

ম্যাচ চলাকালীন বর্ণবাদী আচরণের শিকার হওয়ায় কাতারের বিপক্ষে প্রীতি ম্যাচের দ্বিতীয়ার্ধ খেলতে নামেনি নিউজিল্যান্ড। যদিও এ ম্যাচ বাতিল হওয়া সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। খবর ফুটবল ইন ওশেনিয়ার।

সোমবার (১৯ জুন) অস্ট্রিয়ার সনেনসিস্তাদিয়ন স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৯টায় শুরু হয় ম্যাচটি।

জানা গেছে, ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলছিল উভয় দল। ম্যাচের ১৫ মিনিটে গোলমুখে মার্কো স্টামিনিচের নেয়া শটে এগিয়ে যায় কিউইরা। এরপর ম্যাচে শুরু হয় কিউইদের আধিপত্য। যদিও এ সময় অধিকাংশ বল নিজেদের দখলে রাখলেও একের পর এক নিশ্চিত গোলের সুযোগ মিস করতে থাকে তারা। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধের বিরতিতে যায় তারা।

বর্ণবাদী আচরণের ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

এরপর, নির্ধারিত সময়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু কথা থাকলেও বর্ণবাদী আচরণের প্রতিবাদে মাঠে নামেননি কিউই ফুটবলররা। তাদের অভিযোগ, খেলার প্রথমার্ধে এক কাতারি ফুটবলারের বর্ণবাদী মন্তব্যের শিকার হন কিউই ডিফেন্ডার মাইকেল বক্সঅল। রেফারিরা তার প্রতি এমন আচরণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি বলেও অভিযোগ তাদের।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

নিউজিল্যান্ড দলের স্টাফরা জানান, ম্যাচের ৪০ মিনিটের সময় কাতারের ফুটবলার ইউসুফ আবদুরইসাগ কিউই ডিফেন্ডার মাইকেল বক্সঅলকে বর্ণবাদী মন্তব্য করেন। এতে রাগান্বিত হয়ে প্রতিক্রিয়া জানালে ফ্রি কিক পায় কাতার। কিন্তু, রেফারিরা এমন আচরণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

কাতারের কোচ কার্লোস কুইরোজ জানিয়েছেন, কোনো সাক্ষী ছাড়াই ওরা ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এমন কিছু বলা হয়েছে যা রেফারি শোনেননি। মাঠে দুজন খেলোয়াড়ের মধ্যে তর্ক হতেই পারে। আমার মনে হয় ফুটবলে এমন এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে যা কেউই বুঝে উঠতে পারছে না। এ ব্যাপারে ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষকেই সিদ্ধান্ত নিতে দেয়া উচিত। আমার মনে হয় এ ম্যাচটি অবশ্যই ফিফার নজরে পড়বে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply