১৬ লাখের ‘ফেরত’ নিয়ে রূপগঞ্জে হৈচৈ

|

পরপর দুই কুরবানির হাটে বিক্রি না হওয়ায় খামারি ফয়সাল এর নাম দিয়েছেন 'ফেরত'।

রূপগঞ্জ প্রতিনিধি:

‘ফেরত’ নিয়ে হৈচৈ পড়ে গেছে রূপগঞ্জে। নাহ, কোনো পণ্য বা বস্তু ফেরত নেয়ার কথা বলছি না। বলছি ‘ফেরত’ নামের ১৬ লাখ টাকা দামের আস্ত এক গরুর কথা। গত দুই বার কোরবানি হাটে বিশালাকৃতির এ গরুটি অবিক্রিত থাকায় এর নাম দেয়া হয় ‘ফেরত’। ফেরতকে দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে তার মালিকের বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেক মানুষ।

পাঁচ ফুট উচ্চতার বিশাল দেহের জন্য আগে থেকেই ফেরতের বেশ খ্যাতি ছিল এলাকাজুড়ে। পরপর দুই কোরবানির হাটে অবিক্রিত হয়ে ঘরে ফেরায় মালিক এর নাম দিয়েছেন ‘ফেরত’।

জানা গেছে, এবারও কোরবানির হাটে তোলা হবে ফ্রিজিয়ান জাতের এ গরু। তাই, আদরযত্নের কোনো কমতি নেই রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কাজীরটেক গ্রামের কৃষক ফয়সালের বাড়িতে। প্রতিদিন ফেরতকে দিচ্ছেন সুষম খাদ্য। ৩ বছরে গরুটির ওজন দাঁড়িয়েছে ৩৫ মণে।

ফেরতের মালিক ফয়সাল আহমেদ বলেন, ফেরতকে ভুষি, ছোলা, ডালভাঙ্গা, সয়াবিন আর পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াই। সাড়ে তিন বছর ধরে পালছি ওকে। আশা করছি, ১৬ লখ টাকায় বিক্রি করবো ফেরতকে।

কোরবানীর হাটে তোলার আগেই ষাঁড়টিকে দেখতে ফয়সালের বাড়িতে ভিড় জমাচ্ছেন উৎসুক দর্শনার্থীরা। তারা বলছেন, ফার্ম ছাড়া কীভাবে একটা গরুকে এতো বড় করা সম্ভব সেটিই দেখতে এসেছি। গরুটা সুন্দর আছে, শান্ত স্বভাবের। দরদামে মিললে গরুটাকে নিয়ে যেতে চাই।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাও বলছেন, ফেরত এখন পর্যন্ত রূপগঞ্জের সবচেয়ে বড় গরুগুলোর মধ্যে একটি। ফেরতের দেখভালে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন তারা।

রূপগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. রিগান মোল্লা বলেন, প্রয়োজনীয় সব পরামর্শ দিয়েছি। আশা করি এবারের কোরবানিতে সে ভালই দামে গরুটি বিক্রি করতে পারবে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply