স্টাফ রিপোর্টার, পঞ্চগড়:
পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মিনতী বালা (৬৩) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) রাতে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের পাথরাজ এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিনতি রানী ওই এলাকার মৃত পেলকু বর্মণের স্ত্রী।
জানা যায়, বুধবার রাতে মিনতি বালা নামে ওই বৃদ্ধা বাড়ির পাশের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। গাড়ির চাকা ওই বৃদ্ধার মাথার ওপর দিয়ে চলে গেলে তার মাথা থেঁতলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়। পরে বোদা হাইওয়ে পুলিশ, বোদা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক গাড়িটি বাস নাকি ট্রাক ছিল তা শনাক্ত করা যায়নি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
বোদা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখনো সড়ক দুর্ঘটনায় জড়িত গাড়িকে শনাক্ত করা যায়নি। আমরা প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ঘটনায় হাইওয়ে আইনের নিয়মিত মামলা হবে। তবে পরিবারের সদস্যরা কোনো অভিযোগ দায়ের করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
ইউএইচ/
Leave a reply