যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থী যুবককে হত্যার দায়ে সাবেক সেনাসদস্যের ৫৫ বছরের কারাদণ্ড

|

দণ্ডপ্রাপ্ত সাবেক মার্কিন সেনাসদস্য।

যুক্তরাষ্ট্রে এক মুসলিম শরণার্থী যুবককে হত্যার দায়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন মার্কিন আদালত। হত্যাসহ জাতিগত বিদ্বেষ ও ধর্মীয় অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। খবর আল জাজিরার।

মূলত, ২০১৯ সালে সংঘটিত হয় আলোচিত এ হত্যাকাণ্ডটি। ৩২ বছর বয়সী মুস্তাফা আইয়ুবিকে গালিগালাজ করে গুলি করে হত্যা করেন সেনাসদস্য ডাস্টিন পাসেরেলি। আইয়ুবিকে মোট আটবার গুলি করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তারা।

শরণার্থী হিসেবে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন তিনি। আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন নিহত আইয়ুবের পরিবার।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply