চলতি বছর ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু

|

জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বলেছেন, সবাই সচেতন না হলে মশাবাহিত রোগ প্রতিরোধ করা কঠিন।

বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে মশাবাহিত রোগ প্রতিরোধ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, চলতি বছরে এখন পর্যন্ত ৬ মাসে ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে ভারত, থাইল্যান্ডসহ একই আবহাওয়ার দেশের চেয়ে বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যু কম। তবে ৩৮ জনের মৃত্যুও কম নয়, এটা দুঃখজনক। তারা অন্য অন্য কোনো রোগেও আক্রান্ত হয়ে থাকতে পারে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

অন্যান্য দেশের চেয়ে পরিস্থিতি ভালো হলেও সন্তুষ্টির কিছু নেই বলে মন্তব্য করেন তাজুল ইসলাম। বলেন, ঈদের সময় অনেকে গ্রামের বাড়ি যাবে, কোথাও যেন পানি জমে না থাকে, এজন্য সচেতন থাকতে হবে আশপাশের বাসিন্দাদের।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply