ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়ে এই মুহূর্তে বিদ্রোহ বন্ধ করে আত্মসমর্পণ করতে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোঝিনের প্রতি আহ্বান জানিয়েছে রুশ সামরিক বাহিনী। এ অভ্যুত্থানকে রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে সরাসরি বেঈমানি বলে আখ্যা দিয়েছে রুশ বাহিনী। খবর এপির।
এ প্রসঙ্গে রাশিয়ার ডেপুটি জেনারেল স্টাফ লে. জেনারেল ভ্লামিদির আলেক্সিভ বলেন, এই সামরিক অভ্যুত্থান রাশিয়া এবং প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে প্রকাশ্য বেঈমানির সমতুল্য।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে এমন পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। প্রিগোঝিনকে বলবো এখনই মানসিকতা পাল্টাতে। যদি প্রিগোঝিন আত্মসমর্পণ করে তাহলে তার বিরুদ্ধে আমরা কঠোর হবো না।নইলে এমন পরিণতি বরণ করতে হবে, যা সে কল্পনাও করেনি।
/এসএইচ
Leave a reply