ভারতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল

|

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ডানে) ও গুগলের সিইও সুন্দর পিচাই (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

ভারতের ডিজিটাইজেশন তহবিলে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার (২৩ জুন) গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই যুক্তরাষ্ট্রে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান।

সুন্দর পিচাই বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ আমার জন্য বিশেষ সম্মানের। ভারতের ডিজিটাইজেশন তহবিলে আমরা ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি। এ সময় মোদি সরকারের ‘ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পের প্রশংসা করেন গুগল সিইও।

তিনি জানান, গুজরাটের জিআইএফটি সিটিতে গুগল তাদের বৈশ্বিক অর্থলগ্নি ব্যবস্থাপনা কোম্পানির অফিসও চালু করবে।

চলতি সফরে সুন্দর পিচাই ছাড়াও অ্যাপলের সিইও টিম কুক ও মাইক্রোসফটের সত্য নাদেলাসহ প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply