ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন দাবি করেছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চলের শহর রোস্তভ অন ডনের সেনা দফতর এবং এয়ারফিল্ডের দখল নিয়েছে এই মার্সেনারি দল। গ্রুপটির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে এই দাবি করেন প্রিগোঝিন। সিএনএনের খবর।
শনিবার (২৪ জুন) ইয়েভগেনি প্রিগোঝিন ভিডিওটিতে বলেন, সকাল সাড়ে ৭টায়ই আমরা রোস্তভের সেনা দফতরে অবস্থান নিয়েছি। সেই সাথে এয়ারফিল্ডও আমাদের নিয়ন্ত্রণে। যে প্লেনগুলো যুদ্ধের কাজে রওনা হবে সেগুলো স্বাভাবিকভাবেই এয়ারফিল্ড ছেড়ে যেতে পারবে। কোনো সমস্যা নেই। মেডিকেল ফ্লাইটও যথারীতি ছেড়ে যাচ্ছে। আমরা যা করেছি তা হলো এয়ারফিল্ডের নিয়ন্ত্রণ নেয়া, যাতে আমরা কোনো আক্রমণের শিকার না হই। বিমান আমাদের আক্রমণ না করতে পারে। তবে ইউক্রেনের দিকে হামলা চালানোয় কোনো বাধা দেবো না
ওয়াগনার প্রধান প্রিগোঝিন আরও জানান, তিনি রোস্তভ অন ডনেই অবস্থান করছেন এবং, তার গ্রুপের সদস্যরা সেনা দফতরের কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো ধরনের বাধা দিচ্ছে না। তিনি বলেন, সেনা দফতর, প্রধান কন্ট্রোল পয়েন্টে কোনো সমস্যা নেই। কোনো কর্মকর্তাকেই বাদ দেয়া হয়নি।
ইয়েভগেনি প্রিগোঝিনের দাবিগুলোর সত্যতা এখনও নিশ্চিত করতে পারেনি সিএনএন।
আরও পড়ুন: রুশ সেনারাও যোগ দিচ্ছে ওয়াগনার গ্রুপে: প্রিগোঝিন
/এম ই
Leave a reply