বেঁধে দেয়া দামেই চামড়া কেনার প্রত্যাশা দেশের দ্বিতীয় বৃহত্তম আড়তদারদের

|

সরকারের বেঁধে দেয়া দামেই চামড়া কেনার প্রত্যাশা দেশের দ্বিতীয় বৃহত্তম নাটোরের চকবৈদ্যনাথ চামড়া আড়তের ব্যবসায়ীদের। তবে লবণের দাম বৃদ্ধি ও পাওনা টাকা আদায় নিয়ে সংশয় থাকলেও; বেচাকেনা ভাল হবে বলেও প্রত্যাশা তাদের।

দেশের ২য় বৃহৎ চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ। এখানে ছোট বড় আড়ত রয়েছে দুই শতাধিক। আড়তদাররা জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেধে দেয়া দরেই চামড়া কিনবেন তারা। তবে লবনের দাম কমানোসহ নির্বিঘ্নে চামড়া পরিবহনে প্রশাসনের সহযোগিতা চান ব্যবসায়ীরা।

ব্যবসায়ী নেতারা জানান, এবার ১৬ লাখ পিস চামড়া কেনাবেচা হবে চকবৈদ্যনাথে। তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া ৬০ কোটি আদায় হলে পুঁজি সংকট কেটে যেতো বলে জানান ব্যবসায়ীরা। পাশাপাশি চামড়া সংরক্ষণে প্রধান কাঁচামাল লবণে ভর্তুকীরও দাবি জানান তারা।

নাটোর জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, ট্যানারি মালিকদের কাছে আমাদের এখানকার ব্যবসায়ী নেতাদের প্রায় ৫০-৬০ কোটি টাকা পাওয়া রয়েছে। কিন্তু সে টাকা এখনও পরিশোধ করেনি। যদি তারা এ অর্থ পরিশোধ করতো তাহলে আমাদের এই আর্থিক সংকট থেকে মুক্তি পেতাম।

শুধুমাত্র কোরবানি ঈদের সময়েই দেশের মোট চামড়ার ৫০ ভাগ ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয় এই বাজার থেকে। যার বাজার মুল্য প্রায় ৫০০ কোটি টাকা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply