স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে নাটক মঞ্চায়নের সময় হঠাৎ-ই অসুস্থ হয়ে পড়েন ১৮ অভিনয়শিল্পী। পরে অসুস্থ অভিনয় শিল্পীদের উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
সোমবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসকরা বিষয়টিকে এলার্জি সংক্রমণ বললেও পুলিশ এ ঘটনার আসল কারণ এখনও জানাতে পারেনি।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল জানান, একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলাকালে হঠাৎই ১৮ অভিনয় শিল্পী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের চোখেমুখে পানি ছিটিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়। চাঁপাইনবাবগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠান চলাকালে মাঝেমধ্যেই এরকম অঘটন ঘটে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিম ইফতেখার বলেন, এ ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে, কোনো কেমিক্যাল বা পাউডার থেকে এমনটা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ড. এসএম মাহমুদুর রশিদ বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে এলার্জিক রিঅ্যাকশন বলে। এলার্জির কারণে চুলকানির সৃষ্টি হয় এতে অসুস্থ হয়ে পড়েন রোগীরা।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, এ ঘটনার কোনো কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। শিল্পীদের পোশাক ও পোশাক রাখার জায়গা অত্যন্ত নোংরা ছিল বলে শুনেছি। অনেকেই পোষাকের মধ্যে শুয়োপোকা দেখেছে বলে জানিয়েছে। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।
/এসএইচ
Leave a reply