মেসিকে ধন্যবাদ জানিয়ে ফুটবলকে বিদায় বললেন রিকুয়েলমে

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

নিজের শেষ ম্যাচ শেষে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক আর্জেন্টাইন প্লে মেকার হুয়ান রিকুয়েলমে (৪৫)। জানিয়েছেন, তার সমগ্র জীবনে দেখা সর্বশ্রেষ্ঠ দুই ফুটবলার হলেন মেসি ও ম্যারাডোনা। ভীষণ কাকতালীয় হলেও মজার ব্যাপার হলো, মেসি-রিকুয়েলমে দুজনেরই জন্মদিন ছিল এদিন! খবর স্পোর্টসব্রিফডটকমের।

রোববার (২৫ জুন) বিখ্যাত আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের মাঠ লা বম্বোনেরায় তারকাবহুল এক ম্যাচের মাধ্যমে শেষ হলো একসময়কার মাঠ কাঁপানো আর্জেন্টাইন তারকা ফুটবলার হুয়ান রিকুয়েলমের আন্তর্জাতিক ক্যারিয়ার।

বোকা জুনিয়র্স ইলেভেন ও আর্জেন্টিনা ইলেভেনের মধ্যকার এ ম্যাচের মাধ্যমে রিকুয়েলমেকে বিদায় জানাতে এদিন মাঠে উপস্থিত হন আর্জেন্টিনার সাবেক ও বর্তমান অনেক তারকা ফুটবলার। আর, গ্যালারিতে ছিলেন অন্তত ৫০ হাজার দর্শক। দুদলের জার্সি গায়ে এদিন মাঠে নেমেছিলেন- লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস পারেদেস, লিওনেল স্কালোনি, পাবলো আইমার, হ্যাভিয়ের স্যাভিওলা, এস্তেবান ক্যাম্বিয়াসো প্রমুখ।

খেলা শেষে দেয়া বক্তব্যে আবেগাপ্লুত রিকুয়েলমে বলেন, এটা অনেক বেশি হয়ে গেছে। পুরো ব্যাপারটা হয়েছে খুব সুন্দর কোনো সিনেমার শেষ দৃশ্যের মতো আনন্দদায়ক।

ভক্তদের উদ্দেশে রিকুয়েলমে বলেন, আমি চেয়েছিলাম শুধু মায়ের জন্য একটা বাড়ি তৈরি করতে অথচ ফুটবল আমাকে সব কিছু দিয়েছে। আমি তোমাদের মতো যোদ্ধা হতে চেয়েছিলাম। আমি সবসময়ই একজন যোদ্ধার মতো মরতে চেয়েছি। তোমাদের ছাড়া আমি বাঁচতাম না।

আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দেয়া লিওনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিকুয়েলমে বলেন, মেসি এবং ম্যারাডোনা আমার সমগ্র জীবনে দেখা সেরা দুই ফুটবলার। মেসির উপস্থিতিতে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি গায়ে আর্জেন্টিনার হয়ে খেলা এ প্লে মেকার মেসির উদ্দেশে বলেন, আমি তোমার ও তোমার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চাইলেই আরও দুইদিন বেশি ছুটি কাটাতে পারতে তুমি। তা না করে, এখানে আমার জন্য ম্যাচ খেলতে এসেছো। আমি তোমার ও তোমার পরিবারের কাছে কৃতজ্ঞ। আমি ভাগ্যবান যে তুমি আমার জন্য এখানে এসেছো। আমি তোমাকে ভালোবাসি।

আর, নিজের অন্যতম পছন্দের ফুটবলার রিকুয়েলমের শেষ ম্যাচে খেলতে এসে মেসি বলেন, রিকুয়েলমেকে ট্রিবিউট দিতে পারাটা একটা দারুণ ব্যাপার। আর্জেন্টিনা ও বার্সায় তার অনেক অবদান। লা বমবোনায় খেলতে এসে সেটাই আরেকবার বুঝতে পারলাম। এটা নিঃসন্দেহে বিশেষ একটা দিন।

প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা রিকুয়েলমে পেশাদার ফুটবল থেকে অবসর নেন ২০১৫ সালে। আর্জেন্টিনার জার্সি গায়ে ৫১টি আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি দিয়েছেন ১৭টি গোল। এছাড়াও, ক্লাব পর্যায়ে তিনি খেলেছেন বোকা জুনিয়র্স, বার্সেলোনা, ভিয়ারিয়ালের হয়ে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply