টাইটানের উদ্ধার হওয়া ধ্বংসাবশেষে মিলতে পারে আরোহীদের দেহাবশেষ। বুধবার (২৮ জুন) এ তথ্য জানিয়েছে মার্কিন কোস্টগার্ড। খবর ডয়েচেভেলের।
এদিন সেন্ট জনস থেকে টাইটানের নতুন ধ্বংসাবশেষ উদ্ধারের পর এ কথা জানানো হয়। কোস্টগার্ড বলছে, সাবমারসিবলটির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে দেহাবশেষ রয়েছে কিনা তা বিশ্লেষণ করবেন মার্কিন চিকিৎসকেরা। এছাড়া ধ্বংসাবশেষ উদ্ধারের জেরে টাইটানের ধ্বংসের কারণ জানা যাবে বলেও প্রত্যাশা তাদের। ৱ
এর আগে গত ১৮ জুন টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে টাইটানে যাত্রা করেন পাঁচ আরোহী। যাত্রার পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটির সাথে। টাইটান বিধ্বস্ত হয়ে প্রাণ হারান পাঁচ আরোহীর সবাই। পাঁচ দিনের মাথায় টাইটানিকের কাছেই ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়।
এসজেড/
Leave a reply