সদরঘাটে ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

|

সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামের লঞ্চে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। সকাল এগারোটায় এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পাই। পরে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করে দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

ঢাকা থেকে চাঁদপুর চলাচলকারী লঞ্চটি সদরঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরবর্তীতে যোগ দেয় আরও ১১টি ইউনিট। লঞ্চের কর্মী এবং ঘাট কর্তৃপক্ষও যোগ দেয় আগুন নেভানোর কাজে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিগারেটের আগুন অথবা যান্ত্রিক ত্রুটির কারণে লঞ্চটিতে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুপুর ১২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply