আইএমএফ-পাকিস্তান; ৩০০ কোটি রুপি অর্থছাড় পেতে কর্মী পর্যায়ে চুক্তি

|

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ থেকে ৩০০ কোটি রুপি অর্থছাড় পেতে কর্মী পর্যায়ের চুক্তিতে পৌঁছেছে পাকিস্তান। এখনও বৈশ্বিক ঋণদাতা বোর্ডের চূড়ান্ত অনুমোদন বাকি। খবর চ্যানেল নিউ এশিয়া’র।

গেলো ৭০ বছরের মধ্যে চরম অর্থমন্দা পার করছে দক্ষিণ এশিয়ার দেশটি। নিরূপায় হয়ে মুদ্রা তহবিলের কাছে ঋণের আবেদন করে পাকিস্তান। সেই প্রক্রিয়া শুরুর ৮ মাস পেরোলেও হাতে আসেনি কোনো ঋণ। আইএমএফ’র দেয়া বিভিন্ন শর্তও পূরণ করার চেষ্টা করছে দেশটি। এরই ধারাবাহিকতায় সোমবার সুদের হার ২২ শতাংশ পর্যন্ত উন্নীত করে কেন্দ্রীয় ব্যাংক। বন্যা-ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি। দুর্যোগ মোকাবেলায় ৯ বিলিয়ন ডলার সহযোগিতা দিয়েছে প্রতিবেশী ও মিত্র দেশগুলো। তার ওপর রাজনৈতিক পরিস্থিতিও উত্তাল। সে কারণে কয়েকদফা পিছিয়েছে ঋণ প্রদানের কর্মসূচি।

মে মাসেই বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিলো ৩৮ শতাংশ পর্যন্ত। রিজার্ভও ঠেকেছে তলানিতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply