‘সব রাজনৈতিক দলের পরামর্শে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি করতে চায় বিএনপি’

|

সব রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নির্বাচনকালীন সরকারের রূপরেখা তৈরি করতে চায় বিএনপি। এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩০ জুন) দুপুরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।

তিনি বলেন, শেখ হাসিনার অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। তাই নিরপেক্ষ সরকার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি আসবে এবং তার ধরন ভিন্ন হবে বলেও জানান তিনি।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

বিএনপি মানুষের অধিকার নিয়ে আন্দোলন করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির সাথে সব রাজনৈতিক দলের সম্পর্ক রয়েছে কিন্তু সরকারের সাথে জামায়াতের যোগাযোগ স্পষ্ট হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বাংলাদেশে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন, যার অধীনে নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে। বলেন, আন্দোলন দিন দিন তীব্র হচ্ছে, আর সেই কারণেই সমগ্র পৃথিবী বাংলাদেশের জনগণের এই আন্দোলনকে সমর্থন করছে। যেভাবে ১৯৭০ এর আন্দোলনকে সমর্থন করেছিল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply