কলার ভেতরে লুকিয়ে পাচার করা হচ্ছিলো প্রায় ২২৩ মিলিয়ন ইউরো সমমূল্যের কোকেন। যা বাংলাদেশি মূদ্রায় প্রায় আড়াই হাজার কোটি টাকা। বিশাল এ মাদকের চালান ধরা পড়েছে স্পেনের আন্দালুসিয়ায়। খবর ইউরো নিউজের।
কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (৩০ জুন) একটি কলার চালানের ভেতরে লুকিয়ে স্পেনে পাঠানো হচ্ছিলো ওই মাদকের চালানটি। গোপন খবরের ভিত্তিতে মাদকবাহী জাহাজ ও গুদামে অভিযান চালায় আন্দালুসিয়ান পুলিশ। সেখান থেকে তারা উদ্ধার করে সাড়ে ৬ কেজি কোকেন। ঘটনাস্থল থেকে জব্দ করেছে নগদ ১৫ লাখ ইউরো। এ সময়, ১৩ চোরাকারবারীকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।
সম্প্রতি, কলার চালানে মাদক পাচারের প্রবণতা বেড়েছে পর্তুগাল, যুক্তরাজ্য, স্পেন ও বেলজিয়ামের মতো দেশগুলোয়। আর, মাদকের অবাধ বিস্তার রুখতে তৎপরতা বাড়িয়েছে এসব দেশের প্রশাসনও।
/এসএইচ
Leave a reply