প্রথমার্ধে সমানে সমান কুয়েত- বাংলাদেশ

|

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে শক্তিশালী কুয়েতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শক্তিমত্তায় এগিয়ে থাকা কুয়েতের সঙ্গে প্রথমার্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে জামাল ভুঁইয়ার দল। প্রথমার্ধে উভয় দল গোলের সুযোগ পেলেও কেউ জালের দেখা পায়নি।

শনিবার (১ জুলাই) ভারতের বেঙ্গালুরুতে কান্তিরাভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে নামে জামাল ভূঁইয়ারা।

খেলার দ্বিতীয় মিনিটেই দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কাউন্টার অ্যাটাক থেকে রাকিবের পাস সরাসরি গোলরক্ষক কামিলের গায়ে মারেন মোরসালিন। তবে সময় গড়ানোর সাথে বল দখল ও আক্রমণে এগিয়ে যায় কুয়েত। যদিও দারুণ ডিফেন্ডিংয়ে কুয়েতের আক্রমণভাগকে নিষ্ক্রিয় রাখে বাংলাদেশ।

এই ম্যাচে ইনজুরি থেকে ফিরেছেন তারিক কাজী। তিনি একাদশে ঢুকেছেন রহমত মিয়ার জায়গায়। সন্ধ্যায় ২য় সেমিফাইনালে লেবাননের মুখোমুখি হবে স্বাগতিক ভারত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply