ঈদের চতুর্থ দি‌নেও ঢাকামুখী মানুষের চাপ নেই দৌলত‌দিয়ায়

|

রাজবাড়ী প্রতি‌নিধি :

প্রিয়জ‌নদের সা‌থে ঈদ উদযাপন শে‌ষে আজও রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া ঘাট দি‌য়ে কর্মস্থল রাজধানী ঢাকাসহ বিভিন্নস্থানে ফিরছে মানুষ। তবে যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ না থাকায় ভোগা‌ন্তি ছাড়াই পদ্মা পাড় হচ্ছেন যাত্রীরা।

রোববার (২ জুলাই) সকালে দৌলত‌দিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়।

ঈদের আজ চতুর্থ দি‌ন হ‌লেও দৌলত‌দিয়া ঘা‌টে যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় ভোগান্তি ছাড়ায় গন্তব্যে যাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সড়‌কে দীর্ঘ অপেক্ষা ছাড়াই সরাসরি ফেরির দেখা পাচ্ছে যানবাহনগু‌লো।


যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দৌলত‌দিয়া ঘাট কর্তৃপক্ষ বল‌ছে, আজ ঈদের চতুর্থ দিন হ‌লেও আশানুরূপ যাত্রী ও যানবাহন নেই। তবে সময় বাড়ার সাথে সাথে চাপ বাড়‌তে পা‌রে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৭টি ফেরি ও ২১টি লঞ্চ চলাচল করছে। যানবাহনের সংখ্যা কম থাকায় কিছু ফেরি বসে আছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply