কোরআন পোড়ানোর ৬ দিন পর নিন্দা জানালো সুইডেন

|

পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ৬ দিন পর আনুষ্ঠানিকভাবে নিন্দা জানালো সুইডেন। রোববার (২ জুন) এ বিষয়ে বিবৃতি প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এপির।

তারা জানায়, ইসলামবিদ্বেষ এবং ব্যক্তিগত ক্ষোভ থেকেই এটি ঘটানো হয়েছে। এর সাথে সুইডিশ সরকারের চিন্তাধারা মেলে না। বিবৃতিতে আরও জানানো হয়, এ ধরনের বর্ণবাদ, ধর্মবিদ্বেষ এবং অসহিষ্ণুতার কোনো জায়গা নেই ইউরোপে।

মূলত মুসলিম দেশগুলোর জোট ওআইসি’র তরফ থেকে কড়া বার্তা আসার পরই বিবৃতি দিলো সুইডেন। মুসলিমদের ধর্ম ও মূল্যবোধকে অপমান করার জন্য উদ্দেশ্যমূলকভাবে কোরআনকে টার্গেট করা হচ্ছে এমন অভিমত জানিয়েছে সংস্থাটি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সব দেশের প্রতি আহবান জানিয়েছে সংস্থাটি।

উল্লেখ্য, ঈদের দিন সুইডিশ পুলিশের অনুমতি নিয়ে স্টকহোম কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন শরিফ পোড়ান এক ইরাকি অভিবাসী। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে মুসলিম বিশ্ব।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply