ঢাকা-১৭ আসনে উপনির্বাচন: প্রচারণায় মাঠে প্রার্থীরা, চাইছেন ভোট

|

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। এ সময় তারা নাগরিক সুবিধার নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। জয়ের ব্যাপারে আশাবাদীও সব প্রার্থী।

বুধবার (৫ জুলাই) সকাল ১১টায় কালাচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। কালাচাঁদপুর ও লিচু বাগান এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় মোহাম্মদ এ আরাফাত জানান, প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন, জয়ের ব্যাপারেও আশাবাদী তিনি। বিরোধী প্রার্থীদের নিয়ে কোনো মন্তব্য নেই।

আর জাতীয় পার্টির প্রার্থী শিকদার আনিসুর রহমান প্রচারণা শুরু করেন মহাখালীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। আলোচিত আরেক প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম প্রচারণা শুরু করেন মহাখালী সাততলা বস্তি এলাকা থেকে।

এদিকে, জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমান অভিযোগ করেন, ভোটের মাঠে লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না। নৌকার প্রার্থী বেশি সুযোগ পাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply