পোল্যান্ড সীমান্তবর্তী ইউক্রেনের শহরে রুশ হামলার ঘটনায় দু’দিনের শোক

|

পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ শহরে রুশ হামলার ঘটনায় পালিত হচ্ছে দু’দিনের শোক। এ ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। গুরুতর আহত কমপক্ষে ৪০ বাসিন্দা। এখন পর্যন্ত ভগ্নস্তূপের নিচ থেকে ৭০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলেই তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। খবর রয়টার্সের।

উদ্ধারকর্মীদের দাবি, ধ্বংসাবশেষের নিচে এখনও চাপা পড়ে আছেন অনেকে। শহরটির মেয়র জানান, বৃহস্পতিবার ভোরের হামলায় ক্ষতিগ্রস্ত লোকালয়ের ৩৫টির মতো ভবন। গুড়িয়ে গেছে ৬০টির বেশি অ্যাপার্টমেন্ট। ক্ষেপণাস্ত্র হামলায় অর্ধ-শতাধিক যানবাহন ভস্মীভূত হয়ে গেছে।

অবশ্য, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীয় সেনাদের গোপন আস্তানা এবং অস্ত্র মজুদের গোডাউন ছিল অভিযানের টার্গেট। ইউক্রেনের অভিযোগ, লভিভে অন্তত ১০টি শক্তিশালী ক্যালিবর ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছিল। যার সাতটি ধ্বংস করতে পেরেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply