আগামী বছর থেকে পূর্ণ সিলেবাসে না হলেও পুনর্বিন্যাস করে কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়া কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এই বছর যারা ক্লাস করছে তারা পুরো ক্লাসটা পাচ্ছে না। এ বছর আগস্টে পরীক্ষা হওয়ার কথা। আগামী বছর যারা পরীক্ষা দেবে, যারা পূর্ণাঙ্গ ক্লাস পাচ্ছে না তাদের জন্য পুনর্বিন্যাসকৃত কিছুটা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার ব্যবস্থা নেয়া হচ্ছে।
/এম ই
Leave a reply