ভোলা প্রতিনিধি:
ভোলার তেতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির ইলিশ। ওই ইলিশটির ওজন ২ কেজি ১৫ গ্রাম। শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্য ঘাটের আড়তদার মো. তসলিম সে ইলিশটি ৭ হাজার একশত টাকা ক্রয় করেন।
আড়তদার তসলিম বলেন, আজা সকালের দিকে বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের জেলে রাজ্জাক মাঝির নেতৃত্বে একটি ট্রলার নিয়ে তেতুলিয়া নদীতে মাছ শিকার করছিল কয়েকজন জেলে। এ সময় তাদের জালে অন্যান্য সাইজের ইলিশের সাথে ওই ইলিশটি উঠে আসে। পরে দুপুরের দিকে ঘাটে নিয়ে আসলে ডাকের মাধ্যমে আমি সর্ব্বোচ ৭ হাজার একশত টাকা মাছটি ক্রয় করি।
তিনি আরও বলেন, ইলিশটি বিক্রির জন্য অন্যান্য ইলিশের সাথে ঝুড়িতে করে বিকেলের দিকে লঞ্চে করে ঢাকায় পাঠাই। ঢাকার বাজারে এটি সাড়ে ৭ থেকে ৮ হাজার টাকা বিক্রি করতে পারবেন বলে দাবি করেন তিনি।
ভোলা জেলা কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, বিগত দিনের আমাদের অভিযানগুলো সফল হওয়ায় এখন নদীতে বড় সাইজের ইলিশ পাচ্ছেন জেলেরা। তবে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেলে নদীতে আরও বড় আকারের ইলিশ ধরা পরবে বলে আশা করেন তিনি।
এটিএম/
Leave a reply