ভারতের ওড়িশার ত্রিমুখী ট্রেন দুর্ঘটনায় ৩ জন রেলকর্মীকে গ্রেফতার করেছে দেশটির তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার (৭ জুলাই) ওই তিনজনকে গ্রেফতার করা হয়। তদন্ত কর্মকর্তারা বলছেন, ভয়াবহ দুর্ঘটনা হতে পারে এমনটি আগে থেকেই জানতেন এই ৩ রেলকর্মী। তাদের গাফিলতির কারণেই প্রাণ গেছে প্রায় ৩০০ নিরীহ যাত্রীর। খবর এনডিটিভির।
এরই মধ্যে গ্রেফতারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যাল) অরুণ কুমার মহন্ত, সেকশন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার মুখে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস, ডাউন বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ি। এতে মৃত্যু হয় অন্তত ২৯৩ জন যাত্রীর, আহত হন হাজারেরও বেশি মানুষ।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, সিগনালের ত্রুটির কারণে এমন দুর্ঘটনা হয়েছে। কিন্তু পরে তদন্তে উঠে আসে, কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়া কেবল সিগনালের ত্রুটির কারণে এতবড় ত্রিমুখী সংঘর্ষ সম্ভব নয়। এরপরই গ্রেফতার করা হলো এই তিনজন রেলকর্মীকে।
এসজেড/
Leave a reply