যুক্তরাষ্ট্রে মজুদকৃত সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানান, আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী ভাণ্ডারের অবশিষ্ট রাসায়নিক অস্ত্রও নিরাপদে ধ্বংস করা হয়েছে। খবর আল জাজিরার।
কলোরাডোর পুয়েবলো কেমিক্যাল ডিপো ও কেনটাকিতে মার্কিন সেনাবাহিনীর ব্লু গ্রাস আর্মি ডিপোতে ধ্বংস করা হয় এসব অস্ত্র। এর মধ্য দিয়ে শেষ হলো কয়েক দশকের কার্যক্রম।
মূলত, প্রথম বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক হারে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়। যা নিন্দার ঝড় তোলে বিশ্বব্যাপী। পরবর্তীতেও বিভিন্ন দেশে ব্যবহার করা হয় এই অস্ত্র। ১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশনে জারি হয় রাসায়নিক অস্ত্র ধ্বংসের নীতি। যা কার্যকর হয় ১৯৯৭ সালে। যুক্তরাষ্ট্রকে সব রাসায়নিক অস্ত্র ধ্বংসে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেয়া হয়। ২০১৭ সালে এক ঘোষণায় নিজেদের রাসায়নিক অস্ত্র ধ্বংসের কথা জানিয়েছিল রাশিয়া।
এসজেড/
Leave a reply