ন্যাটোর সদস্যপদ পাওয়া উচিত ইউক্রেনের: এরদোগান

|

রয়টার্স থেকে সংগৃহীত ছবি।

ন্যাটোর সদস্যপদ পাওয়া উচিত ইউক্রেনের, বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সম্প্রতি, ইস্তাম্বুলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। এ সময়, মস্কো-কিয়েভের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানান তিনি। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত এরদোগান হঠাৎ কেনো ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে সমর্থন দিলেন, তা নিয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। খবর এপির।

শুক্রবার (৭ জুলাই) ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো তুরস্ক সফরে গেলেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এদিন ইস্তাম্বুলে তিনি বৈঠক করেন তুর্কি প্রেসিডেন্টের সাথে। এমন এক সময়ে জেলেনস্কি তুরস্ক সফরে গেলেন, যখন লিথুয়ানিয়ায় ন্যাটো সম্মেলনের বাকি মাত্র আর কয়েকদিন। তাই, স্বাভাবিকভাবেই দুই নেতার আলোচনায় উঠে আসে সামরিক জোটে ইউক্রেনের যোগদান ইস্যু।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমরা মনে করি, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পাওয়ার যোগ্য। ন্যায্য শান্তিচুক্তি সবপক্ষের জন্যই লাভজনক। আমরা সবাই চাই শান্তি প্রক্রিয়ায় ফিরতে। বন্দি বিনিময় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের কথা শুনেছি, এ ব্যাপারে রাশিয়ার সাথেও আলাপ চলছে।

এ সময়, শান্তি পরিকল্পনা বাস্তবায়নে তুরস্কের সহায়তা চান প্রেসিডেন্ট জেলেনস্কি। তাদের আলোচনায় গুরুত্ব পায় কৃষ্ণ সাগর দিয়ে শস্য সরবরাহ ইস্যুটিও।

নিজের বক্তব্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, তুরস্ক কীভাবে শান্তি প্রক্রিয়ায় সহায়তা করতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। শস্য সরবরাহ ইস্যুতে আমরা একই লক্ষ্যে কাজ করছি। কৃষ্ণ সাগরে নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। এটা পুরো বিশ্বের স্বার্থেই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, আগামী মাসেই তুরস্ক সফরে যাবার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই সংকট সমাধানে অন্যতম মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে তুরস্ক।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply