রাশিয়া ইউক্রেন যুদ্ধের পাঁচশ তম দিনে কৃষ্ণসাগরের বুকে আলোচিত স্নেক আইল্যান্ড সফরে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বিবিসির।
শনিবার (৮ জুলাই) সফরে গিয়ে ভিডিও বার্তা প্রকাশ করেন এ নেতা। এদিন ছোট্ট এ দ্বীপটিকে ইউক্রেনের গৌরব হিসেবে আখ্যা দেন তিনি। একই সাথে আইল্যান্ডটি রক্ষায় নিয়োজিত সেনাদের প্রতি প্রকাশ করেন কৃতজ্ঞতা। যুদ্ধের শুরুর দিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ দ্বীপটিকে ঘিরে তুমুল লড়াই হয় মস্কো-কিয়েভের। শুরুতে রুশ সেনারা দ্বীপটি দখলে নিলেও, পরবর্তীতে ইউক্রেনীয় বাহিনীর তুমুল আগ্রাসনের মুখে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেয় পুতিন প্রশাসন।
সফরে গিয়ে জেলেনস্কি বলেন, দখলদাররা শত আগ্রাসন চালিয়েও আমাদের স্নেক আইল্যান্ড কব্জা করতে পারেনি। যারা এই দ্বীপটির জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। যদিও এটি ছোট্ট একটি জায়গা। তারপরও ইউক্রেনীয় সেনাদের কৃতিত্বের প্রমাণ বহন করে এটি। সেনারা প্রমাণ করেছে দখল হওয়া প্রতি ইঞ্চি জায়গা মুক্ত করবে তারা।
এটিএম/
Leave a reply