ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তিতে রেকর্ড ও বছরের সর্বোচ্চ মৃত্যু

|

ফাইল ছবি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু। শনিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৬ জন ডেঙ্গু রোগী। যা-ও চলতি বছরে একদিনে হাসপাতালে ভর্তিকৃত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী।

রোববার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে সারাদেশের হাসপাতালে ৮২০ জন রোগী ভর্তি হয়। যা ছিল এই বছরে সর্বোচ্চ। অন্যদিকে গত ৪ জুলাই ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৬ জন এবং ঢাকার বাইরের ৩২০ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ১৩১ জন। আর চলতি বছরে এখন পর্যন্ত ৭৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply