স্টাফ করেসপনডেন্ট, রংপুর:
রংপুরে দুটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। সিটি করপোরেশন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় এ স্পট দুটি শনাক্ত করা হয়।
সোমবার (১০ জুলাই) দুপুর থেকে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে ডেঙ্গু বিষয়ে সচেতনতা ও মশক নিধনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ, বুড়িরহাট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা।
রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান ইবনে তাজ জানান, ভ্রাম্যমাণ আদালত নগরীর কেরানীপাড়ায় একটি নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ডে আবদ্ধ পানি এবং আরকে রোডের নিটল টাটা অফিসের ওয়ার্কশপে গাড়ির টায়ার ও খাবার প্যাকেটে থাকা পানির ভেতরে এডিস মশার লার্ভা পাওয়া যায়। তবে তাতে ডেঙ্গুর উপাদান আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, ডেঙ্গুর বিষয়ে নগরবাসীকে আগাম সচেতনতা করতেই এ অভিযান। প্রথম দিনে জরিমানা না করে সতর্ক করা হয়েছে। বাসাবাড়ি, অফিস কিংবা প্রতিষ্ঠানে আবদ্ধ পানি যাতে না থাকে, সেজন্য সতর্ক করা হয়েছে। অভিযান প্রতিদিন চলবে। আগামীতে যাদের অবস্থানে আবদ্ধ পানি এবং এডিস মশার লার্ভা পাওয়া যাবে, তাদেরকে মোটা অঙ্কের জরিমানা করা হবে।
এদিকে নগরবাসীকে আবদ্ধ পানি না রাখার আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রংপুর মেডিকেল কলেজের ২৯ নম্বর ওয়ার্ডের ইনচার্জ নোমান জানিয়েছেন, বর্তমানে একজন ডেঙ্গু রোগী এ ওয়ার্ডে ভর্তি আছেন। গত সপ্তাহে ছিল ৮ জন। এরমধ্যে একজন মারা গেছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এএআর/
Leave a reply