ব্যর্থ বিদ্রোহের পর পুতিনের সাথে প্রিগোঝিনের বৈঠক সম্পর্কে যা জানা গেলো

|

পুতিন, প্রিগোঝিন ও গেরাসিমভ (আলজাজিরা থেকে সংগৃহীত ছবি)।

গত জুনে ব্যর্থ বিদ্রোহের মাত্র পাঁচ দিন পর ৩৫ জন ওয়াগনার কমান্ডারসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেন ভাড়াটে যোদ্ধাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোঝিন। গত ২৯ জুন মস্কোয় তাদের সাক্ষাৎ হয় বলে জানা গেছে। খবর আলজাজিরার।

সোমবার (১০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে আলজাজিরা জানায়, গত ২৪ জুন বিদ্রোহ সম্পর্কে নিজের মূল্যায়ন জানান প্রেসিডেন্ট পুতিন। এ সময় ওয়াগনার কমান্ডাররা জোর দিয়ে বলেন যে, তারা পুতিনের কট্টর সমর্থক এবং মাতৃভূমির জন্য লড়াই চালিয়ে যেতে তারা সবসময় প্রস্তুত। ওয়াগনার কমান্ডারদের সাথে সাড়ে ৩ ঘণ্টার ওই বৈঠকে তাদের বিকল্প কর্মসংস্থানের উপায় সম্পর্কেও প্রস্তাব করেন পুতিন।

পরিকল্পনা অনুসারে, ওয়াগনার প্রধান ও কিছু ওয়াগনার যোদ্ধাকে বেলারুশে নির্বাসিত করার কথা। আর যে ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যেতে চায় তারা রুশ সেনাবাহিনীর সাথে চুক্তি সই করবেন বলেও জানা গেছে।

তবে, গত বৃহস্পতিবার (৬ জুলাই) বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানান, প্রিগোঝিন বা তার লোকেরা কেউই তার দেশে নেই।

প্রসঙ্গত, গত ২৩ জুন ক্রেমলিনের সামরিক নেতৃত্বকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিয়ে রাজধানী মস্কো যাত্রা করে ওয়াগনার সেনারা। পরে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় বিদ্রোহ প্রত্যাহার করেন ওয়াগনার প্রধান প্রগোঝিন। চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত তাদের এ বিদ্রোহের স্থায়ীত্ব ছিল মাত্র ২৪ ঘণ্টা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply