ইউক্রেনকে সদস্যপদ দেয়ার ব্যাপারে ইতিবাচক ন্যাটো

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

ইউক্রেনকে সদস্যপদ দেয়ার ব্যাপারে এখন বেশ ইতিবাচক নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। কিন্তু, চলমান যুদ্ধের মধ্যে জোটে ইউক্রেনকে অর্ন্তভূক্তির প্রক্রিয়া এগিয়ে নেয়াটা বেশ কষ্টকর বলে মন্তব্য করেছেন সামরিক জোটটির মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ। খবর ডয়েচে ভেলে’র।

মঙ্গলবার (১১ জুলাই) ন্যাটো শীর্ষ সম্মেলনের শুরুতেই এ আভাস দেন জেনারেল স্টলটেনবার্গ।

এবার ন্যাটোর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে। সেখানেই জড়ো হয়েছেন পশ্চিমা বিশ্বের শীর্ষ নেতারা। এ বছর এ শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য- ইউক্রেন যুদ্ধ। এরইমধ্যে, ন্যাটোর সদস্যপদ পাবার আবেদন জানিয়েছে ইউক্রেন।

আর, ন্যাটোর পক্ষ থেকে জানানো হয়েছে, জোটে ইউক্রেনকে সংযুক্ত করতে কোনো বাধা নেই। তবে, এ প্রক্রিয়া কার্যকরে সময় লাগতে পারে এক দশকের মতো।

ন্যাটো মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনের সদস্যপদ পাবার প্রসঙ্গ যদি ওঠে; তাহলে আমি১ বলবো- তাদের ন্যাটোয় সংযুক্ত করার ব্যাপারে বেশ ইতিবাচক আমরা। এ ইস্যুতে ন্যাটো সদস্যরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায়ও বসেছে। কয়েক বছর মেয়াদি প্রস্তাব দেয়া হয়েছে। আশা করি ততোদিনে, ইউক্রেনীয় সেনাবাহিনীর সাথে ন্যাটোর সামরিক বহর আরও কাজ করার সুযোগ পাবে।

প্রসঙ্গত, এবারের সম্মেলনে কিয়েভকে সামরিক সহযোগিতা দেয়ার ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে ন্যাটো। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কারণে ইউরোপের অন্যান্য দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সমষ্টিগত নিরাপত্তার ব্যাপারেও আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply