সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে যোগ দিতে বুধবার (১২ জুলাই) সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটি ও এর অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এই সমাবেশ থেকে সরকার পতনে একদফা কর্মসূচির ঘোষণা দেবে বিএনপি। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক জোট ও দলগুলোও আজকে একদফার ঘোষণা দেবে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে দুপুর ২টায় দলটির সমাবেশ শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে খণ্ড খন্ড শোডাউন ও মিছিল করছে। স্লোগান দিচ্ছেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে। আর হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড।
এদিকে, একইদিনে বিকেল ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেট সংলগ্ন স্থানে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।
/এমএন
Leave a reply